রায়পুরায় নগদের দুই ডিস্ট্রিবিউটরকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

ছিনতাই
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় মুঠোফোনে আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদের দুই ডিস্ট্রিবিউটরকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামের রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন (৫০) ও গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত আমির চান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫)। তাঁরা দুজন নগদের নরসিংদী কার্যালয়ের ডিস্ট্রিবিউটর। উন্নত চিকিৎসার জন্য  দুজনকে ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে দেলোয়ার হোসেন ও শাহিন মিয়া মোটরসাইকেলে চেপে রায়পুরা যাচ্ছিলেন। আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় পৌঁছার পর দুই দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে আগ্নেয়াস্ত্র বের করে মোটরসাইকেলচালক দেলোয়ারের পেটে ও পেছনে বসে থাকা শাহিনের হাতে গুলি করে। টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই দুজন।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দেলোয়ার ও শাহিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।  হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত দুজনের সহকর্মীরা অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুসরাত শারমীন বলেন, ‘গুলিবিদ্ধ দুজনকে সকাল সাড়ে ১০টার দিকে আমাদের হাসপাতালে আনা হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় পেটে গুলিবিদ্ধ দেলোয়ারকে ঢাকায় রেফার করেছি। গুলি কতটুকু গভীরে ঢুকেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ডান হাতে গুলিবিদ্ধ শাহিনকে ভর্তি রাখা হয়েছিল। তবে রোগীর সহকর্মীরা তাঁকেও দেলোয়ারের সঙ্গে ঢাকায় নিয়ে গেছেন।’

নগদের নরসিংদী শাখার ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী শাখা থেকে ৬০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে ওই দুজন রায়পুরা ব্রাঞ্চে যাচ্ছিলেন। পৌনে ১০টার দিকে হাসনাবাদ বাজারসংলগ্ন সেতুর কাছে পৌঁছার পর এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। আমরা এখন তাঁদের চিকিৎসা নিয়ে ব্যস্ত।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, ‘খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। এরই মধ্যে পুলিশি তদন্তও শুরু হয়েছে। গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।’