স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের চেষ্টা
ককটেল ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ছেলেকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার চেষ্টা করে একটি ডাকাত দল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী ও তাঁর ছেলে গুরুতর জখম হয়েছেন।
ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যক্তিরা হলেন স্বর্ণ ব্যবসায়ী মানিক মিয়া (৪৮) ও তাঁর ছেলে সৌরভ হোসেন (১৯)।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীর স্বজনেরা বলেন, মানিক দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে সিটি মার্কেটের নিচতলায় স্বর্ণের ব্যবসা করছেন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম সোনিয়া জুয়েলার্স। প্রতিদিন তিনি দোকান শেষ করে দোকানের মজুত থাকা স্বর্ণালংকার ও টাকাপয়সা নিজ বাড়িতে নিয়ে যান। গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাড়ির কাছে ওত পেতে থাকা একটি ডাকাত দল তাঁদের ওপর হামলা চালায়। মানিকের হাতে থাকা ব্যাগ লুট করার চেষ্টা করে তারা। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
ব্যবসায়ী মানিকের হাতে থাকা ব্যাগটি লুট করার চেষ্টা করলে তিনি ব্যাগটি আঁকড়ে ধরে রাখেন। হাতের ব্যাগটি না ছেড়ে দেওয়ায় ডাকাত সদস্যরা তাঁকে ও তাঁর ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে মানিক স্বর্ণালংকারের ব্যাগটি নিয়ে দৌড়ে তাঁর বাড়ির ভেতরে ঢুকে পড়েন। লুট করতে ব্যর্থ হয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা–পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মোস্তফা কামাল বলেন, ব্যবসায়ী মানিক তাঁর বাড়ির কাছে পৌঁছামাত্রই পাঁচ-ছয়জনের একটি ডাকাত দলের সদস্যরা তাঁদের ওপর হামলা চালায়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম জানান, ব্যবসায়ী মানিকের ওপর হামলা চালালেও স্বর্ণালংকার লুট করতে পারেনি দুষ্কৃতকারীরা। ঘটনার পরপর দ্রুত তাঁরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।