জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চালানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেছবি: প্রথম আলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক (সম্মান) কোর্সের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহার এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চালানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে ঢুকতে পারেননি। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর একটা পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি চলছিল।

আন্দোলনরত শিক্ষার্থী তাহমিদ আল জুনাইদ জানান, ২০২৪-২৫ সেশনে অন ক্যাম্পাস সম্মান ভর্তি সার্কুলারের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তৃতীয় ব্যাচের ভর্তি সার্কুলারের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে ইস্যুকৃত চিঠি প্রত্যাহারের ব্যাপারে উপাচার্য আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে দাবিগুলো মেনে নেওয়ার জন্য সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।

গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভেতরে প্রবেশ করেছেন। তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন। শিক্ষার্থীরা প্রধান ফটকে অবস্থান করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।