কর্মবিরতির কারণে ট্রাক চলাচল বন্ধ। সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দর এলাকায়
ছবি: প্রথম আলো

জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ভাড়া বৃদ্ধি, পরিবহনের দালালদের নৈরাজ্য বন্ধ ও ট্রাকের ভাড়া বাড়ানোর দাবিতে তিনটি নৌবন্দরে ট্রাকমালিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। রোববার সকাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি, পাবনার বেড়ার শালিখা ও নগরবাড়ি নৌবন্দরে কর্মবিরতি অব্যাহত আছে। এতে প্রায় দুই হাজার ট্রাক-শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েছেন।

ধর্মঘট কর্মসূচি থেকে ট্রাকমালিকেরা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে এটাকে ইস্যু করে দেশে চাল, ডালসহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে। বাসভাড়া বৃদ্ধি হয়েছে, অন্যান্য ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ট্রাকের ভাড়া বাড়েনি। তাই দ্রুত ট্রাকের ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছেন তাঁরা।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাক-মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাঘাবাড়ি, শালিখা ও নগরবাড়ি নৌবন্দরের সব ট্রাকমালিকের ২৫ আগস্ট জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক ট্রাকে মালামাল পরিবহনের ভাড়া বৃদ্ধি ও দালালদের নৈরাজ্য বন্ধের দাবিতে পাবনার বেড়া ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তাঁরা দুদিন থেকে ট্রাক চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন।