কাপ্তাইয়ে দুই পক্ষের গোলাগুলির পর একজনের লাশ উদ্ধার

হত্যা
প্রতীকী ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নিহত ব্যক্তি কোন পক্ষের তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করা লাশ চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয় বলে পুলিশ জানিয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা দুইটার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস) ও মগ লিবারেশন পার্টির (এমএলপি) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলে। পরে খবর পেয়ে কাপ্তাই থেকে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। দীর্ঘ তল্লাশির পর সেখানে একজনের মৃত দেহ পাওয়া যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করা লাশ চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় একটি সূত্র বলছে, নিহত ব্যক্তির নাম সম্রাট চাকমা (৩২)। তবে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, গোলাগুলিতে নিহত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ চলছে।