সনদ না থাকার পরও নামের আগে ‘ডাক্তার’ লেখায় দুজনকে জরিমানা

খুলনা জেলার মানচিত্র

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চিকিৎসক সনদ না থাকার পরও রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়া ও নামের আগে ‘ডাক্তার’ লেখায় দুজনকে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার খুলনার রূপসা উপজেলায় তদারকিমূলক অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুজনকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় সূত্র জানায়, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বিএমডিসি কর্তৃক চিকিৎসক সনদ ছাড়া নামের আগে ডাক্তার উল্লেখ করায় ও রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ায় মো. আবদুর রহিমকে ২৫ হাজার টাকা এবং একই অপরাধে একই এলাকার মো. সুলতান মাহমুদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে তাঁদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানকালে ক্যাব প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।