জামায়াতের আমিরের নির্বাচনী তৎপরতা

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান এবার রাজশাহীতে নিজ এলাকায় ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও ফেস্টুন লাগিয়েছেন। পাশাপাশি তিনি লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সভা করেছেন।

পোস্টার ও ফেস্টুনে মুজিবুর রহমানের পরিচয় লেখা রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি (সংসদ সদস্য)।

দলীয় নেতারা বলছেন, মুজিবুর রহমান জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচন করবেন। তাঁরা জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়েই নির্বাচন করতে পারবেন। এ ছাড়া কেন্দ্র যে সিদ্ধান্ত দেয়, সেই অনুযায়ী তাঁরা ভোট করবেন।

মুজিবুর রহমানের বাড়ি গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী এলাকায়। তিনি স্থানীয় প্রেমতলী কলেজের শিক্ষক ছিলেন। ১৯৮৬ সালের নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর আর নির্বাচন করেননি।

গোদাগাড়ীতে মুজিবুর রহমানের পোস্টার-ফেস্টুন লাগানো হয়েছে। তানোরে তিনি সভা করেছেন। এসব সভায় দলের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বক্তব্যও দিয়েছেন। এর মধ্যে একটি সভা খোলা জায়গায় মঞ্চ করে করা হয়েছে। এই এলাকার সব শ্রেণি–পেশার মানুষের মধ্যে জামায়াতে ইসলামীর ঈদ শুভেচ্ছা কার্ডও বিতরণ করা হয়েছে।

গত বুধবার তানোরে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে জামায়াতের পোস্টার ও ফেস্টুন লাগানো হয়েছে। উপজেলার গোল্লাপাড়া বাজারে প্রায় প্রতিটি বিদ্যুতের খুঁটিতে পোস্টার সাঁটানো হয়েছে। এই বাজারে আওয়ামী লীগের উপজেলা কার্যালয় রয়েছে। এই কার্যালয়ের সাইনবোর্ডের ঠিক নিচেই জামায়াতের পোস্টার সাঁটানো রয়েছে। একইভাবে তানোর থানার পাশেও পোস্টার সাঁটানো রয়েছে। প্রত্যন্ত গ্রামেও পোস্টার চোখে পড়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তানোরে মুজিবুর রহমান সাতটি সভা করেছেন। ৩ জুলাই বিল্লি বাজারে মঞ্চ করে সভা হয়। সেখানে দলের পাঁচ শতাধিক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

একটি ঘরোয়া সভার ছবি দিয়ে এনামুল হক নামের এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি তাতে লিখেছেন, ‘রাজশাহী-১ আসনের বাঁধাইড় ইউনিয়নের ভোটাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভারপ্রাপ্ত আমির জামায়াত নেতা মুজিবুর রহমান।’

এ বিষয়ে ৩ জুলাই তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি উপজেলা পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট বাজারে যেতে বলেন। সেখানে তিনি বলেন, বিএনপির সঙ্গে এখন তাঁদের (জামায়াত) কোনো জোট নেই। জামায়াত আগামী নির্বাচনে অংশ নেবে। রাজশাহী-১ আসনে দলীয় প্রার্থী হচ্ছেন ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। তিনি ইতিমধ্যে তানোরে ছয়-সাতটি নির্বাচনী সভা করেছেন। আইনি ফয়সালা হলে সংগঠনের দলীয় প্রতীক দাঁড়ি পাল্লা নিয়েই নির্বাচন করতে পারবেন। দলীয় প্রতীক না পেলেও নির্বাচন করবেন। সেই ক্ষেত্রে কী প্রতীক হবে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত দেবেন।

গতকাল শনিবার মুঠোফোনে আলমগীর হোসেন জানান, ভারপ্রাপ্ত আমির জামায়াত নেতা মুজিবুর রহমান কয়েক দিন আগে এলাকা ত্যাগ করেছেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির নুমায়ুন আলী বলেন, তাঁরা তানোরের মতো সভা করার পরিবেশ এখনো করতে পারেননি। তবে উপজেলায় ৫ হাজার পোস্টার ও ৭০০–৮০০ ফেস্টুন লাগিয়েছেন।