আবুধাবিতে ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাউজানের তরুণের মৃত্যু
মা–বাবার একমাত্র ছেলে শাহারিয়ার সাদমান। চলতি বছরের শুরুতে বাবার হাত ধরে পাড়ি জমান প্রবাসে। স্বপ্ন ছিল প্রতিষ্ঠিত হয়ে হাল ধরবেন সংসারের। কিন্তু কিছুই করা হলো না তাঁর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এই তরুণ।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে শনিবার বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ শাহারিয়ার সাদমান (২৩) চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিষপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবা মুহাম্মদ জানে আলমও সংযুক্ত আরব আমিরাতে কাজ করেন।
শাহারিয়ারের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহারিয়ার তাঁর বাবার সঙ্গে বিদেশে গিয়ে কাজ করতে চাইতেন। গত জানুয়ারি মাসে জানে আলম ছেলেকে তাঁর সঙ্গে নিয়ে যান। সেখানে শাহারিয়ার তাঁর বাবার সঙ্গে বৈদ্যুতিক ও পানি সঞ্চালন সংযোগের কাজে যোগ দেন। আজ সকালেও বাবার সঙ্গে কাজে যান তিনি। এ সময় একটি ভবনের বৈদ্যুতিক সঞ্চালন সংযোগের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
নিহত তরুণের মামা ও নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, বোনের একমাত্র ছেলেকে হারিয়ে মাতম চলছে তাঁদের পরিবারে। তাঁর বোনের আরেকটি মেয়ে আছে।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বলেন, নিহত তরুণের লাশ দেশে আনতে কয়েক দিন লাগতে পারে। তবে পরিবার থেকে লাশ আনার প্রক্রিয়া শুরু হয়েছে।