‘দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। প্রতিযোগিতাকে মাথায় রেখে কাপড় ডিজাইন করতে হবে। কোন কাপড়ে, কোন মাধ্যমে কাজ করবেন, তা আগেই ঠিক করতে হবে। অবশ্যই মৌলিক কাজ থাকতে হবে। দেশেও এখন ভালো ফেব্রিক তৈরি হচ্ছে। সেগুলোকে ব্যবহার করেও ভালো পোশাক তৈরি করা সম্ভব। অবশ্যই ভালো ফেব্রিকে কাজ করতে হবে।’
প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ কথা বলেন বক্তারা। এ সময় বক্তারা তরুণ ফ্যাশন উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন। আজ মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এ সভার আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ৫০ জন তরুণ ফ্যাশন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
এতে বুটিক হাউস শৈল্পিকের স্বত্বাধিকারী ও ডিজাইনার এইচ এম ইলিয়াস বলেন, দেশীয় ফ্যাশন হাউসগুলো সময়ের সঙ্গে চলছে না, যার কারণে দেশীয় পোশাকে মানুষ আগ্রহ হারাচ্ছে। কিন্তু দেশেই এখন ভালো ফেব্রিক আছে। সেগুলো ব্যবহার করে ভালো পোশাক তৈরি করা সম্ভব।
রওশনসের রওশন আরা চৌধুরী বলেন, প্রতিযোগিতা ও ফ্যাশন শো আলাদা বিষয়। এটি মাথায় রাখতে হবে। ফ্যাশন শোর জন্য একধরনের পোশাক এবং প্রতিযোগিতার পোশাক অন্য ধরনের। প্রতিযোগিতা মাথায় রেখেই পোশাক জমা দিতে হবে। পোশাকের ক্ষেত্রে মৌলিক কাজ থাকতে হবে।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের সভাপতি সঞ্জয় কুমার দাশ, মিরনসের মোয়াজ্জেম হোসেন, মিয়াবিবির সুলতানা নূরজাহান প্রমুখ।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী তরুণ ফ্যাশন ডিজাইনারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বক্তারা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। আগামী ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে রেডিসন ব্লু বে ভিউতে অনুষ্ঠিত হবে এবারের প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা।