নিখোঁজের দুদিন পর ডোবায় শিশুর লাশ, পুলিশের ধারণা হত্যা

লাশ উদ্ধারপ্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলা থেকে নাদিয়া ইসলাম নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার সিদ্দিপাশা গ্রামের আমতলা বাজারের পাশে একটি ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নাদিয়া ইসলাম উপজেলার সিদ্দিপাশা গ্রামের রাজিব আহমেদের মেয়ে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে নাদিয়া নিখোঁজ হয়। গ্রামের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বিকেলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমতলা বাজারের পাশে একটি ডোবার মধ্যে তার লাশ পড়ে ছিল। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর বিকেল পাঁচটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।