পাকুন্দিয়ায় জাল ভোটের জন্য ইউপি সদস্যসহ দুজনকে ছয় মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রায়হান মিয়া
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোট চলাকালে উপজেলার বুরুদিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রিসাইডিং কর্মকর্তা ও কেন্দ্রসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুরুদিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে জাল ভোট দেওয়ার সময় প্রিসাইডিং কর্মকর্তা রিপন কুমার সরকার তিনজনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. রায়হান মিয়া (৩৬), বুরুদিয়া নামাপাড়া এলাকার মো. জাকির হোসেন (৩৫) ও বুরখিল গ্রামের মো. ইমরান হোসেন (২১)। এর মধ্যে বেলা তিনটার দিকে ইমরান হোসেনকে ছেড়ে দেওয়া হয়। আর ইউপি সদস্য মো. রায়হান মিয়া ও মো. জাকির হোসেনকে ছয় মাস করে কারাদণ্ড দেন কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত।

দুজনকে সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ আলম।

এদিকে একই উপজেলার পাটুয়াভাঙা ভোটকেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে এজেন্টের সহায়তায় জাল ভোট দেওয়ার সময় ভিটিপাড়া এলাকার বাসিন্দা সুজন মিয়াকে (২০) আটক করেন প্রিসাইডিং কর্মকর্তা আতিকুর রহমান। পরে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনসুর উদ্দিন আহমেদ তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ আজ বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টার অপরাধে দুজনকে ছয় মাসের কারাদণ্ড ও একজনকে জরিমানা করা হয়েছে। তবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত জেলার তিন উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিশোরগঞ্জের সদর উপজেলা, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।