বাড়ি থেকে ডেকে নিয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

মরদেহ
প্রতীকী ছবি

গাজীপুরে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

নিহত শাহরিয়ার রহমানের (৩৪) বাড়ি মহানগরীর চাপুলিয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে শাহরিয়ারের পরিবারের সঙ্গে এক প্রতিবেশীর পরিবারের বিরোধ চলে আসছে। গতকাল শনিবার রাতে প্রতিপক্ষের লোকজন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে অন্যের বাড়িতে চুরির অপবাদ দিয়ে চাপুলিয়া রেল ক্রসিংয়ের খুঁটির সঙ্গে হাত–পা বেঁধে এলোপাতাড়ি মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ আজ সকাল সাতটার দিকে শাহরিয়ারের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, প্রতিবেশীর সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে ওই তরুণকে হাত–পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।