কুমিল্লায় যুবদলের সভায় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা, আটক ২০
কুমিল্লায় যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ইফতারের ঠিক আগে কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ছাত্রদল ও যুবদলের অন্তত ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়ন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আজ বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে যুবদল। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমানের নাম ঘোষণা করার পরপরই বাধা দেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস বকসি। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হাসান গিয়ে যুবদলের নেতাদের তারেক রহমানের বক্তব্য বন্ধ রাখতে বলেন। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে তারেক রহমান বক্তব্য দেওয়া শুরু করেন। পুলিশ ও নেতা-কর্মীদের স্লোগান ও হট্টগোলের মধ্যেও তিনি বক্তব্য অব্যাহত রাখেন। ৩০ মিনিট বক্তব্য দেওয়ার কথা থাকলেও হট্টগোলের কারণে ১০ মিনিটেই বক্তব্য শেষ করেন তিনি। এ সময় নেতা-কর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরই মধ্যে বক্তব্য শেষ হয়ে গেলে পুলিশ অনুষ্ঠানস্থলে থেকে বেরিয়ে যায়। পরে টাউন হল এলাকা থেকে ২০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা (টিপু) প্রথম আলোকে বলেন, নেতা-কর্মীদের বক্তব্য শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়া শুরু করেন। তখন পুলিশ সভাস্থলে ঢুকে এলইডি সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়। এ সময় একদিকে তারেক রহমানের বক্তব্য চলে, অন্যদিকে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে চলে বাগ্বিতণ্ডা। এরই মধ্যে তারেক রহমান তাঁর বক্তব্য শেষ করেন।
ইউসুফ মোল্লা আরও বলেন, ইফতার শেষে অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় তাঁদের অন্তত ২০ নেতা-কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায়।
দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা টাউন হল মিলনায়তনে যুবদলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক প্রতিনিধি সভা চলছিল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা। যুবদলের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সুলতান সালাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর রশিদ ইয়াছিন ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।