পটিয়ায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, দুই চালক গুরুতর আহত

পটিয়ায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। গতকাল রাতে পটিয়া রেলস্টেশন এলাকায়প্রথম আলো

চট্টগ্রামের পটিয়া রেলস্টেশন এলাকায় রেললাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশাকে কক্সবাজার থেকে ঢাকাগামী স্পেশাল ট্রেন ধাক্কা দিলে দুটি অটোরিকশার দুজন চালক গুরুতর আহত হন। ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুটি প্রায় ১০ ফুট দূরে গিয়ে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়।

আহত দুই অটোরিকশাচালক হলেন পটিয়া পৌরসভা এলাকার আমির আব্বাস (৫৫) ও নাইখাইন গ্রামের মো. বেলাল (৫০)। তাঁদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। রেললাইনের পাশে ওই অটোরিকশা দুটি পার্কিং করে রাখা অবস্থায় কক্সবাজার থেকে ঢাকাগামী স্পেশাল ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, পটিয়া স্টেশনের পূর্ব পাশেই যাতায়াতের রাস্তা। সেখানে রেললাইন ঘেঁষে সিএনজিচালিত অটোরিকশা দুটি দাঁড়িয়ে ছিল। ঢাকাগামী স্পেশাল ট্রেনে যাওয়ার সময় অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজির পাশে থাকা দুই চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইফতেখার প্রথম আলোকে বলেন, আহত দুজন মাথায় আঘাত পেয়েছেন। তাই তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া রেলস্টেশনের মাস্টার নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, স্টেশন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে পার্কিং করতে বারবার নিষেধ করা হয়েছে। কিন্তু যানবাহনের চালকেরা নিষেধ শোনেন না। গাড়ি রাখতে বারবার নিষেধ করা হলেও কেউ কথা শোনেন না।  এ কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।