বুড়িমারী স্থলবন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

বুড়িমারী স্থলবন্দর
ছবি: প্রথম আলো

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ৯ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। তবে স্থলবন্দরের পুলিশ অভিবাসন কেন্দ্র দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন।

বন্দরের কাস্টমস কার্যালয় সূত্র জানায়, ব্যবসায়ী ও পণ্য পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রপ্তানি না করলে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে যথারীতি কাস্টমস কার্যালয় খোলা থাকবে।

বুড়িমারী স্থলবন্দর ও সিঅ্যান্ডএফ এজেন্ট সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের চ্যাংড়াবান্দা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথ সভা করে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারা এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থলবন্দর শুল্ক কাস্টমস ও আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে দিয়েছে। এ ছাড়া ৭ অক্টোবর শুক্রবার সরকারি ছুটি এবং ৮ ও ৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন বুড়িমারী বন্দরের ব্যবসায়ীরা। সব মিলিয়ে ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের ব্যবসায়ীরা।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্দা শুল্ক স্টেশনের ব্যবসায়ী ও পরিবহন চালকেরা ছয় দিন কার্যক্রম বন্ধ রাখবেন। আর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দুই দিন বন্ধ। ওই দুই দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। ১০ অক্টোবর থেকে যথারীতি আমদানি ও রপ্তানি চালু হবে।

বন্দরের পুলিশ অভিবাসন কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নুর হাসান কবির বলেন, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।