একটা সিল দিলেন, একটা দেশদ্রোহীকে হত্যা করলেন: সেলিম ওসমান
ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘আপনারা আগামী ৭ জানুয়ারী ভোটকেন্দ্রে যাবেন। লাঙ্গল মার্কায় ভোট দেবেন। আর মনে করবেন একটা সিল দিলেন, একটা দেশদ্রোহীকে হত্যা করলেন।’
আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর সমরক্ষেত্রে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন সেলিম ওসমান। জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ্ সানুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য হোসনে আরা (বাবলি), সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।
সেলিম ওসমান বলেন, ‘আমাকে জয়ী করলে শেখ হাসিনা জয়ী হবে। শেখ হাসিনা জয়ী মানে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হওয়ার যে চ্যালেঞ্জ, কেউ আর তা ব্যাহত করতে পারবে না।’
জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান এ আসনে টানা দুইবারের সংসদ সদস্য। এবারও জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন। গত দুইবারের মতো এবারও আসনটিতে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। সেলিম ওসমানের প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) আব্দুল হামিদ খান ভাসানী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী (চেয়ার) এ এম এম একরামুল হক ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী (একতারা) ছামসুল ইসলাম।
নির্বাচনে বিএনপির লোকজনেরও সমর্থন পাচ্ছেন দাবি করে সেলিম ওসমান বলেন, ‘বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান (মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ওরফে মুকুল সাহেব) উনি এখানে আজ আসতে চেয়েছিলেন। আমি বলেছি, না তোমার আসার দরকার নাই। তুমি পেছনে থেকেই কাজ কর। তিনি বললেন, “না আমি আসবই”। আমি বলেছি ৭ তারিখের পর এসে গরু জবাই করে, আনন্দ হবে। কিন্তু ভোট দেব না, অংশ নেব না—এমন পরিস্থিতি যাতে না হয়, সে জন্য দায়িত্ব নিতে হবে। বিএনপির প্রতিনিধি হিসেবে আজ এখানে তিনজন এসেছেন। ২২ নং ওয়ার্ড থেকে সুলতান আহমদ, ২১ নং ওয়ার্ড থেকে হান্নান, ২০ নং ওয়ার্ড থেকে গোলাম নবী মুরাদ। আমরা জাতীয় পার্টি, আওয়ামী লীগ চিনি না। আমরা একসঙ্গে বন্দরবাসীর জন্য কাজ করব।’
জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ্ সানুর সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।