মায়ের পাশে ঘুমিয়ে ছিল শিশু, প্রাণ গেল সাপের কামড়ে
নড়াইলের লোহাগড়া উপজেলায় মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
নাঈম ঈশানগাতী পূর্বপাড়া এলাকার জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত।
স্বজন ও স্থানীয় মানুষের ভাষ্য, রাতে খাবার খেয়ে মায়ের সঙ্গে ঘুমাতে যায় নাঈম। এরপর কোনো এক সময় তাকে সাপে কামড়ায়। গভীর রাতে নাঈমের মা বিষয়টি টের পান এবং পরিবারের সদস্যদের জানান। পরিবারের লোকজন প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দিবাগত রাত একটার দিকে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছু সময় পর তার মৃত্যু হয়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান ফেরদৌস বলেন, সাপের কামড়ে গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু হয়।