মোমবাতি জ্বালিয়ে সেবা, ফেসবুকে চিকিৎসকের ছবি

মোমবাতির আলোয় চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসক। আজ বিকেলেছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ নেই। এর মধ্যে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বিদ্যুৎ ছিল না। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় জেনারেটর ও আইপিএসও বন্ধ হয়ে যায়। ফলে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়। আজ বিকেলে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত এক চিকিৎসক।

দিদারুল হক নামের ওই চিকিৎসক লেখেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দিন বৃষ্টি আর বাতাস। স্বাভাবিকভাবেই বিদ্যুৎ, আইপিএস ডাউন। শেষ ভরসা মোমবাতি।’
দিদারুল আরও লেখেন, ‘ছোটবেলায় মোমবাতির আলোয় পড়াশোনা করে কর্মজীবনে মোমবাতির আলোয় জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা...শুকরিয়া। বি.দ্র. হাসপাতালে জেনারেটর আছে...সকাল থেকে সাপোর্ট দিচ্ছে...সবকিছুর তো সীমাবদ্ধতা আছে...।’

এদিকে দিদারুল হকের পোস্টটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে চিকিৎসক দিদারুল হক প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে বিদ্যুৎ ছিল না। বিকেলের দিকে আইপিএসের ব্যাটারি ডাউন ও জেনারেটারের তেল ফুরিয়ে গেলে আমরা মোমবাতি জ্বালিয়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আধা ঘণ্টার মতো জরুরি চিকিৎসাসেবা দিয়েছি। এরপর আবার জেনারেটর দিয়ে চিকিৎসা দেওয়া শুরু হয়।’