আরসাপ্রধান আতাউল্লাহসহ ছয়জন আবার আট দিনের রিমান্ডে

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনীসহ ছয় জনকে আবার রিমান্ডে পাঠানো হয়েছে
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার করা দুই মামলায় মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তাঁর পাঁচ সহযোগীকে আবার আট দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাসুমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপর আসামিরা হলেন আরসাপ্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীর সহযোগী মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪), হাসান (৪৩) ও মনিরুজ্জামান (২৪)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম প্রথম আলোকে জানান, সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় এর আগে আরসাপ্রধান আতাউল্লাহ জুনুনীসহ ছয়জনকে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। ওই দুটি মামলায় পুনরায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

১৭ মার্চ দিবাগত রাতে নাশকতামূলক কর্মকাণ্ড করতে গোপন বৈঠকের সময় সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসিক এলাকা থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ছয়জন এবং ময়মনসিংহ থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। তাঁদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি চাকু, ধারালো স্টিলের মোটা চেইন ও চারটি হাতঘড়ি জব্দ করা হয়। এ ঘটনার পরদিন ১৮ মার্চ র‍্যাবের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক দুটি মামলা করা হয়।

মামলা দুটিতে আতাউল্লাহসহ ছয়জনকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তবে মামলায় তিন থেকে আট বছর বয়সী পাঁচ শিশুকে গ্রেপ্তার দেখানো হয়নি। তারা মায়েদের সঙ্গে আছে।