টাঙ্গাইলে নদ-নদীর বালু সরকারিভাবে বিক্রির সিদ্ধান্ত

টাঙ্গাইল জেলা প্রশাসনের সভা কক্ষে আজ রোববার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা হয়। এতে ছয়জন সংসদ সদস্যসহ জেলার বিভিন্ন বিভাগের প্রধানরা অংশ নেন
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু চার লেন সড়ক নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পে বিভিন্ন নদ-নদী থেকে বালু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় একাধিক সংসদ সদস্য বলেন, বালুসংকটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ব্যাহত হচ্ছে। তাই যেসব নদ-নদী থেকে বালু উত্তোলনের সুযোগ রয়েছে, সেখান থেকে সরকারিভাবে বালু বিক্রি করার দাবি জানানো হয়েছে। পরে এ বিষয়ে আলোচনা শেষে উন্নয়ন প্রকল্পগুলোর জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও স্পট কোটেশনের মাধ্যমে বালু বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এই বালু বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে। এ ছাড়া চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান, সংসদ সদস্য আহসানুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।