সরাইলে যুবদলের বহিষ্কৃত নেতা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত

হানিফ আহমেদ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে যুবদল থেকে বহিষ্কৃত নেতা হানিফ আহমেদ ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। গতকাল বুধবারের এই নির্বাচনে তিনি প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন।

বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, হানিফ আহমেদ তালা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৮০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হোসেন মিয়া টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮৫২ ভোট।

হানিফ আহমেদ সরাইল উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গত ২৬ এপ্রিল হানিফ আহমেদকে বহিষ্কার করেছিলেন। হানিফ আহমেদ উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের বাসিন্দা। হানিফ আহমেদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় পানিশ্বর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মন মিয়া বক্সকেও দল থেকে বহিষ্কার করা হয়।

নির্বাচনে জয়ী হওয়ার পর হানিফ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এলাকার জনগণকে নিয়ে আছি। জনগণকে নিয়ে থাকতে চাই। দলকে (বিএনপি) ভালোবাসি। দল থেকে আমাকে বহিষ্কার করেছে, আশা করি দল আমাদের ব্যাপারে ভালো সিদ্ধান্ত নেবে।’

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীমা আক্তারকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন।

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মোট চারজন নেতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর এবং সাবেক কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। পরে তাঁরা দলীয় নির্দেশে সংবাদ সম্মেলন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।