নোয়াখালীতে বিএনপির পদযাত্রা শেষে ফেরার পথে দাগনভূঁঞায় বাসে হামলা, আহত ১০

ফেনী জেলার মানচিত্র

নোয়াখালীতে পদযাত্রায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা–কর্মীদের বহনকারী বাসে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোরাইশমুন্সি বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১০ নেতা–কর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন ভূঁঞা বলেন, নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় অংশগ্রহণের জন্য গতকাল দাগনভূঁঞার কোরাইশমুন্সি বাজার এলাকা থেকে শতাধিক নেতা–কর্মী একটি বাসে করে যান। সন্ধ্যায় ফেরার সময় দাগনভূঞার কোরাইশমুন্সি বাজারের মাদ্রাসার সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সরকারদলীয় দুর্বৃত্তরা অতর্কিতভাবে বাসে হামলা ও ভাঙচুর করে। এ সময় নেতা–কর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় তারা।

হামলার নিন্দা জানিয়ে যুবদল নেতা দিদার হোসেন বলেন, হামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনছুর আহমেদ, যুবদলকর্মী মো. সফিক, মো. মহি উদ্দিন, মো. নাছির, মো. এমাম, মো. মনির, ছাত্রনেতা জাকির, জাবেদ, ইমরান আহত হয়েছেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাতেই স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা করান।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, তিনি বাসে হামলা ও ভাঙচুরের কথা শোনেননি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।