বরিশালে কীর্তনখোলার তীর থেকে তরুণীর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

ব‌রিশা‌লে কীর্তন‌খোলা নদীর তীর থে‌কে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। আজ শুক্রবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে নগরের পলাশপু‌রের মোহাম্মদপুরসংলগ্ন কীর্তনখোলা নদীর তীর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

আজ বেলা একটা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ, তবে পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরনে ছিল সালোয়ার কামিজ।

পুলিশ জানায়, আজ সকালে পলাশপু‌রের মোহাম্মদপুরসংলগ্ন এলাকায় নদীর তীরে এক তরুণীর লাশ দেখ‌তে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ‌লে গিয়ে লাশ‌টি উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতা‌লে পাঠিয়ে‌ছে।

ব‌রিশাল সদর নৌ থানা-পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান ব‌লেন, লা‌শের শরী‌রে কো‌নো আঘা‌তের চিহ্ন পাওয়া যায়‌নি, ত‌বে লাশ‌টি অর্ধগ‌লিত ছি‌ল। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির প‌রিচয় শনাক্তের চেষ্টা চল‌ছে।