মতলবে ব্যবসায়ী নিখোঁজ, সকালে মিলল ভাঙা মোটরসাইকেল

চাঁদপুর জেলার মানচিত্র

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ফরহাদ জুয়েল (২৭) নামের এক ব্যবসায়ী। আজ শনিবার সকালে সড়কে ভাঙাচোরা ও কাদামাখা অবস্থায় মোটরসাইকেলটি মিললেও দুপুর পর্যন্ত বাড়ি ফেরেননি তিনি। পরিবারের দাবি, জুয়েলকে অপহরণের পর মুক্তিপণ দাবি করছে একটি চক্র।

ফরহাদ জুয়েল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের সাতানী গ্রামের বাসিন্দা ও বালু উত্তোলন ব্যবসার সঙ্গে যুক্ত। এ ঘটনায় আজ সকালে মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা আবুল হাশেম।

জিডির সূত্রে জানা গেছে, ব্যবসায়িক বিভিন্ন বিষয় ও লেনদেন নিয়ে ফরহাদের সঙ্গে কয়েকজনের দ্বন্দ্ব ও পূর্বশত্রুতা আছে। এর আগেও প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। গতকাল সন্ধ্যা ছয়টায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন পেয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে উপজেলার মোহনপুর বাজার এলাকার উদ্দেশে রওনা দেন ফরহাদ। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মুঠোফোনের নম্বরটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মিলছে না। তবে আজ সকালে উপজেলার পাঁচানী এলাকার একটি সড়কের ওপর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙাচোরা ও কাদামাখা অবস্থায় পাওয়া যায়।

ফরহাদের বাবা আবুল হাশেম বলেন, ফরহাদের নিখোঁজ হওয়ার পর গতকাল গভীর রাতে অজ্ঞাতপরিচয় একটি মুঠোফোন নম্বর থেকে ফোন আসে। তাঁদের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেন ওই ব্যক্তি। দাবি করা অর্থ না দিলে ফরহাদকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, যেকোনো সময় ফরহাদকে হত্যা করা হতে পারে। তাঁকে অক্ষত অবস্থায় ফিরে পেতে পুলিশের সহযোগিতা চেয়েছেন তাঁরা।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত চলছে। নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।