শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক ও নৌপথে ফেরি চলাচল ২ দিন বন্ধ থাকবে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাট
ছবি: প্রথম আলো

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের ভেদরগঞ্জের বালারবাজার বেইলি সেতুর সংস্কারকাজের জন্য আগামী দুই দিন ওই সড়ক বন্ধ থাকবে। এ কারণে এই সময়ে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হবে।

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মো. কামরুল আহসান স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালারবাজার বেইলি সেতুর সংস্কারকাজের জন্য আগামীকাল শুক্রবার (২ জুন) রাত ১২টা থেকে রোববার (৪ জুন) সকাল ৬টা পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি এবং শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে ওই সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার থেকে ভেদরগঞ্জ উপজেলার ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার। ওই সড়কের পাঁচটি স্থানে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় বেইলি সেতুর স্থানে আরসিসি সেতুর নির্মাণকাজ চলছে।

বালারবাজারে পদ্মার শাখা নদীর ওপর জরাজীর্ণ বেইলি সেতু রয়েছে। ওই সেতুর পাশ দিয়ে প্রকল্পের আওতায় ‘বালারবাজার সেতু’ নির্মাণ করা হচ্ছে। বর্তমানে ওই জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। এ কারণে সেতুটির কয়েকটি স্থানে ত্রুটি দেখা দিয়েছে, যা সংস্কার করা প্রয়োজন।

এ অবস্থায় ওই সড়কের বেইলি সেতুটি মেরামতের জন্য শুক্রবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বালারবাজার অংশে সড়ক বন্ধ থাকবে। তাই বালারবাজার সেতু হয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের ব্যবস্থাপক গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, বালারবাজার বেইলি সেতুতে যানবাহন চলাচল সচল রেখে সংস্কারকাজ করা সম্ভব নয়। তাই সেতুটি বন্ধ রেখে সংস্কার করা হবে। শরীয়তপুর-চাঁদপুর ফেরি দিয়ে চলাচলকারী যানবাহনের জন্য ওই সেতুর অংশ পার হওয়া ছাড়া বিকল্প পথ নেই। এ কারণে সেতুর দুই পাশে যানবাহনের জটলা তৈরি হতে পারে। তাই ওই সময়ে ফেরি চলাচল বন্ধ রাখলে সমস্যা কিছুটা লাঘব হবে। এ কারণে ফেরি বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।

চাঁদপুর-শরীয়তপুর নৌপথ ব্যবহার করে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিভিন্ন স্থানের পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চট্টগ্রাম অঞ্চলে চলাচল করে। নৌপথটিতে থাকা পাঁচ ফেরিতে প্রতিদিন দুই শতাধিক যানবাহন পারাপার হয়।

বিআইডব্লিউটিসির চাঁদপুর-শরীয়তপুর নৌপথের নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, বালারবাজার বেইলি সেতু মেরামত করার জন্য দুই দিন যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ কারণে এই সময়ে ভোগান্তি এড়াতে ফেরি চালাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।