কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, কারাগারে ব্যবসায়ী

ধর্ষণ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার মুসলিম নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে তোলা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম রুবেল ওরফে নুর নবী (২৪)। তিনি সদর উপজেলার মুসলিমনগর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

কিশোরী চিৎকার করলে রুবেল তাকে ভয় দেখান, তাঁর ঘরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ধর্ষণের ভিডিও অনলাইনে ছড়িয়ে দেবেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর বাবা ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, প্রতিবেশী হওয়ার সূত্রে কিশোরীর বাসায় যাতায়াত ছিল রুবেলের। গত ১৭ জুলাই বেলা তিনটার দিকে কিশোরীকে ঘরে একা পেয়ে রুবেল তাকে বলে, তার বাবার কিছু টাকা তাঁর কাছে আছে। তা নিয়ে যেতে তাঁর ঘরে যেতে বলেন। তখন কিশোরী তাঁর কথা বিশ্বাস করে টাকা আনতে যায় রুবেলের ঘরে। সেখানে কথা বলার একপর্যায়ে রুবেল ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় কিশোরী চিৎকার করলে রুবেল তাকে ভয় দেখান, তাঁর ঘরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ধর্ষণের ভিডিও অনলাইনে ছড়িয়ে দেবেন। পরে এ হুমকি দিয়ে কিশোরীটিকে ঘর থেকে বের করে দেন।

ধর্ষণের ঘটনায় ওই কিশোরী কয়েক দফায় অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা শেষে গতকাল তার স্বজনদের কাছে ঘটনা খুলে বলে।

ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, আসামি রুবেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।