দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নজর কাড়ছে সোনালু ফুল
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে ধীতপুর পর্যন্ত তিন কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের গাছে সবুজ পাতার মাঝে থোকায় থোকায় ফুটেছে সোনালু ফুল। গ্রীষ্মের তাপপ্রবাহে যা নজর কাড়ছে যানবাহনের যাত্রী, চালক ও পথচারীসহ সবার। এতে তাঁরা প্রশান্তিও খুঁজে পাচ্ছেন।
দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কলেজ থেকে গাড়িতে করে কুমিল্লা শহরে আসা-যাওয়ার পথে মহাসড়কের বিভাজকে ফুটে থাকা সোনালু ফুল তীব্র গরমের মধ্যেও প্রশান্তি দেয়।
বারপাড়া বেগম রাবেয়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার বলে, মহাসড়কের দাউদকান্দি অংশে কখনো সোনালু, কখনো কৃষ্ণচূড়া, আবার কখনো রাধাচূড়া, জারুল, চন্দ্রপ্রভা ফুল দেখে অন্য রকম ভালো লাগে।
সোনালু ফুলের সোনালি রং খারাপ মনকে সতেজ করে দেয় বলে মন্তব্য করেন ইটাখোলা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. নুরুজ্জামান।
হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের শিক্ষক ফারজানা মৃধা বলেন, সোনালু ফুল বিভিন্ন নামে পরিচিত। যেমন সোনারু বা বান্দর লাঠি বা বাঁদর লাঠি বা বানরনড়ী বা রাখালনড়ী বা সোদাল বা সোনাইল। এর বৈজ্ঞানিক নাম ক্যাসিয়া ফিস্টুলা। ইংরেজি নাম Golden shower tree। এটি ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় একটি দুর্দান্ত ফুলের উদ্ভিদ। এর সংস্কৃত নামগুলো হলো আরগ্বধ, অমলতাস, আরোগ্যশিম্বী, কুণ্ডল, কৃতমালক, কর্ণিকার, কর্ণী, কলিঘাত, চতুরঙ্গুল, দীর্ঘফল, নৃপদ্রুম, প্রগ্রহ, ব্যাধিঘাত, রাজবৃক্ষ, শম্পাক, স্বর্ণাঙ্গ, হেমপুষ্প। আকর্ষণীয় সৌন্দর্যের জন্য এ ফুল বিখ্যাত।