ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিবোঝাই ট্রাক খাদে, দুজন নিহত

খাদে পড়া ট্রাক থেকে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায়
ছবি: আব্দুল মোমিন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সিমেন্টের খুঁটিবোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে দুজন নিহত হন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা ট্রাকের চালক রুহুল আমিন (৩০) ও শ্রমিক জসিম উদ্দিন (১৭)। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। ঘিওর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই চালক রুহুল আমিন নিহত হন। এ ছাড়া জসিমকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থেকে সিমেন্টের খুঁটিবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে গিয়ে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাক খাদে পড়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘিওর থানায় মামলার প্রস্তুতি চলছে।