খেলার মাঠ দখল করে মেলার প্রয়োজন নেই: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত ‘আন্তস্কুল-কলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ বিকেলে নগরের চকবাজারের প্যারেড মাঠেছবি: সংগৃহীত

খেলার মাঠ দখল করে কোনো মেলা আয়োজনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। চট্টগ্রামের মাঠ রক্ষায় মেয়রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, মাঠগুলো খেলাধুলার জন্য রক্ষা করতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাতে খেলার সুযোগ পায়, সেটি লক্ষ রাখতে হবে। কারণ, সুষম উন্নয়নের জন্য শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘আন্তস্কুল-কলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। নগরের চকবাজারের প্যারেড মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে শিক্ষামন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার স্মার্ট শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। নতুন শিক্ষাক্রমে সফট স্কিল গড়ার ওপর জোর দেওয়া হচ্ছে। পুঁথিগত শিক্ষার পরিবর্তে আধুনিক এই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সর্বজনীন দক্ষতা অর্জনের লক্ষ্যেই স্মার্ট শিক্ষাক্রম তৈরি হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, সিটি করপোরেশনের ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের মানসম্মত ও আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ক্রীড়া, বিতর্ক ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে।