শীতের সকালে লালমনিরহাটে আনন্দ উৎসবে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

মিলনায়তন ভরে গেছে কৃতী শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে। আজ সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

শীতের সকালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আসতে শুরু করে। বন্ধু ও সহপাঠীদের পদচারণে মুখর হয়ে ওঠে মিলনায়তন চত্বর। নানা আয়োজনের মধ্যে দিয়ে উৎসবে রূপ নিয়েছে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সবার মধ্যে।

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আজ বুধবার সকাল ১০টা থেকে জেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে। জেলার প্রথম আলো বন্ধু সভার সদস্যরা নির্ধারিত বুথ থেকে আগত কৃতী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন। পর কৃতী শিক্ষার্থীরা জেলা পরিষদ মিলনায়তনের আসন গ্রহণ করে।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও অতিথিরা। আজ সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে
ছবি: মঈনুল ইসলাম
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা। আজ সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল সাড়ে ৮টায় মিলনায়তন চত্বরে এসেছে ৮৫ কিলোমিটার দূরের পাটগ্রাম উপজেলা থেকে মো. নুর আল মৃদুল ও মো. সাবিকুর ইসলাম। তারা দুজনই পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে। তারা জানায়, জীবনের প্রথম এমন একটি সুন্দর অনুষ্ঠানে যোগদানের সুযোগ পেয়ে তারা ভীষণ খুশি। এ জন্য সবার আগেই তারা চলে এসেছে। এটা অন্য রকম ভালো লাগার এক অনুভূতি। প্রথম আলো তাদের প্রিয় পত্রিকা, সেই পত্রিকার আমন্ত্রণ পেয়ে তারা ছুটে এসেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা ক্রেস্ট ও সনদপত্র সংগ্রহ করছে। আজ সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন চত্বরে
ছবি: প্রথম আলো

দিনব্যাপী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে থাকবে গান, কবিতা আবৃত্তি, আলোচনাসহ নানা কার্যক্রম। লালমনিরহাটের লোকসংগীত গবেষণা ও চর্চা সংগঠন আরশী নগরের পরিবেশনায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে প্রথম আলো ই-পেপার (এক মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা। আজ সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে
ছবি: মঈনুল ইসলাম