পেয়ারার বাগান ও ভাসমান বাজার ঘুরে দেখলেন থাই রাষ্ট্রদূত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আদমকাঠির ফ্লোটিং পেয়ারা পার্কে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। আজ দুপুরে
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে পেয়ারার বাগান ও ভাসমান বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাষ্ট্রদূত উপজেলার আটঘর কুড়িয়ানার পেয়ারার ভাসমান বাজার ও আদমকাঠির পেয়ারাবাগানের দুটি পার্ক ঘুরে দেখেন। এরপর তিনি ঝালকাঠির ভিমরুলি ভাসমান বাজারে যান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর বরিশাল থেকে সড়কপথে নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা বাজারে পৌঁছান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন তাঁকে স্বাগত জানান। এরপর রাষ্ট্রদূত আটঘর কুড়িয়ানা খালে পেয়ারার ভাসমান বাজার ঘুরে দেখেন। সেখান থেকে ট্রলারযোগে পেয়ারার বাগানে বেড়াতে যান। এ সময় রাষ্ট্রদূত আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি গ্রামে পেয়ারাবাগানে গড়ে তোলা ফ্লোটিং পেয়ারা পার্ক ও রিয়ান পেয়ারা পার্ক ঘুরে দেখেন।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা খালে পেয়ারার ভাসমান হাট। গত ২৯ জুলাই
প্রথম আলো

ফ্লোটিং পেয়ারা পার্কের পরিচালক প্রণয় মজুমদার বলেন, ‘থাইল্যান্ডের রাষ্ট্রদূত বেলা সাড়ে ১১টার দিকে আমাদের পার্কে আসেন। তিনি পার্কটি ঘুরে দেখেন। আমরা রাষ্ট্রদূতকে পেয়ারা ও আমড়া দিয়ে আপ্যায়ন করি। ৪৫ মিনিট সময় তিনি আমাদের পার্কে কাটান। ঘুরে দেখার ফাঁকে গল্প করেন ও ছবি তোলেন।’

ইউএনও মো. মোশারেফ হোসেন বলেন, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পেয়ারার ভাসমান বাজার ঘুরে দেখার পাশাপাশি পেয়ারাবাগানের সৌন্দর্য উপভোগ করেন। বেলা একটার দিকে তিনি ঝালকাঠির ভিমরুলি ভাসমান বাজার দেখার উদ্দেশ্যে কুড়িয়ানা ত্যাগ করেন।

নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার পেয়ারার খ্যাতি দেশজুড়ে। বর্ষাকাল পেয়ারার ভরা মৌসুমে আটঘর কুড়িয়ানা খালে বসে ভাসমান হাট। ভাসমান হাট ঘিরে দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে। ছোট ছোট নৌকায় পেয়ারা বেচাকেনার দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। পেয়ারাবাগানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে পেয়ারার পার্ক ও পিকনিক স্পট।