রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর ফুটবলারের মৃত্যু
রংপুরের মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান (১৪) নামের এক কিশোর ফুটবলারের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে মিঠাপুকুর কলেজ মাঠের পাশে এ ঘটনা ঘটে। তখন সেখানে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের খেলা হচ্ছিল।
নিহত কামরুল হাসান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ভ্যানচালক মানিক মিয়ার ছেলে। সে মিঠাপুকুর ক্রীড়া উন্নয়ন পরিষদ দলের খেলোয়াড় ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মিঠাপুকুর কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। এ সময় কামরুল হাসানের ছোট ভাই আবু তাহের ক্রীড়া উন্নয়ন পরিষদের ভবনের ছাদে উঠে খেলা দেখছিল। কামরুল তাঁর ছোট ভাইকে নামানোর জন্য ছাদে ওঠে। ওই ছাদের ওপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে পাশের একটি দোকানে। ছাদ থেকে নামার একপর্যায়ে ঝুলন্ত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে কামরুল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, কামরুল হাসান ভালো ফুটবল খেলত। নিয়মিত ফুটবল খেলার কারণে উপজেলা পর্যায়ে সবার কাছে বেশ পরিচিত ছিল। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।