গাজীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার শেওড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন ঢাকার আশুলিয়া থানা এলাকার গোয়াইলবাড়ি গ্রামের মো. নুর ইসলামের ছেলে মো. শফি উদ্দিন (১৮) ও একই গ্রামের নুরুল আমিনের ছেলে মো. রায়হান (২২)। এ ঘটনায় বিল্লাল আহমেদ (২৭) নামের আরেক তরুণ আহত হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শফি উদ্দিন, রায়হান ও বিল্লাল একটি মোটরসাইকেলে আজ আশুলিয়া থেকে কালিয়াকৈরে ঘুরতে যান। তাঁরা কালিয়াকৈরের বিভিন্ন এলাকা ঘুরে বিকেল সাড়ে চারটার দিকে ধামরাই উপজেলার দিকে যাচ্ছিলেন। কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী এলাকায় যাওয়ার পর তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন তরুণ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শফি উদ্দিন ও রায়হানকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় বিল্লালকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. জোবায়ের প্রথম আলোকে বলেন, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন মারা যান। খবর পেয়ে তাঁরা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছেন।