কিশোরগঞ্জে প্রতিপক্ষের রডের আঘাতে এক ব্যক্তি নিহত
কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের রডের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক খোকন মিয়া (৪৫) ওই গ্রামের আক্কল আলী মিয়ার ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে তিনি বলেন, সম্প্রতি পারিবারিক একটি ইস্যু নিয়ে পূর্বশত্রুতার জেরে একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের সঙ্গে খোকনের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
ওসি বলেন, আজ সকালে খোকন মিয়া তাঁর ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় জিয়া উদ্দিন ও উজ্জ্বল পথ রোধ করে রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন খোকন মিয়া। স্বজন ও স্থানীয় মানুষেরা দ্রুত তাঁকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযোগ ওঠা ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।