মাদারীপুরে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে খাদে গিয়ে পড়ে। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায়
ছবি: অজয় কুন্ডু

মাদারীপুরে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই অটোরিকশাচালকের নাম ইয়ার হোসেন খান (৩৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার ইলিয়াস খানের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে ইয়ার হোসেন তাঁর ব্যাটারিচালিত অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে তাঁতিবাড়ির দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে ৩০০ মিটার দূরে ময়লার ভাগাড়ের কাছে আসা মাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে অটোরিকশাটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে ইয়ার হোসেনসহ আহতদের হাসপাতালে নিয়ে যান।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফয়জুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে সদর হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ইয়ার হোসেনের মাথায় আঘাত পেয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। এ কারণে হাসপাতালে আসার পরপরই ইয়ারের মৃত্যু হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা রসুল প্রথম আলোকে বলেন, মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটির ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। এতে একজন মারা গেছেন। বাকি তিনজন কমবেশি আহত হয়েছেন। বাসটি পুলিশ জব্দ করেছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।