কুয়েটের পুকুরে গোসল করতে নেমে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী হলের পুকুরে সাঁতার কাটার সময় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীর নাম শান্তনু কর্মকার। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২৩ ব্যাচের ছাত্র ছিলেন।
খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান প্রথম আলোকে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শান্তনু কর্মকারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তনু কর্মকার আজ দুপুরে খানজাহান আলী হল–সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান ও নিখোঁজ হন। কুয়েটের শিক্ষার্থী ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই ডুবুরিরা শান্তনুর অচেতন দেহ উদ্ধার করতে সক্ষম হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।