৪ বছর বয়সী ঝরা সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল

শিশু ঝরা খাতুন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আলমসাধুর ধাক্কায় ঝরা খাতুন নামের ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে দর্শনা-মুজিবনগর সড়কের কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হওয়া এ দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়। এরপর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

নিহত ঝরা খাতুন কুড়ুলগাছি পশ্চিমপাড়ার বাসিন্দা ঝলক আলীর একমাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইনু শাহ প্রথম আলোকে বলেন, গতকাল বেলা একটার দিকে ঝরা খাতুন তার দাদা (বাবার চাচা) সাঈদ মোল্লার সঙ্গে বেড়াতে যায়। দাদা মুঠোফোনে কথা বলার সময় শিশুটি দৌড়ে রাস্তা পার হতে যায়। এ সময় কার্পাসডাঙ্গা থেকে দর্শনার দিকে যাওয়া একটি আলমসাধু শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পায়। ঝরাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হলে রাতে মারা যায় সে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।