গরুর খামার লাগোয়া মিষ্টির কারখানা, জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে গরুর খামারের পাশে থাকা মিষ্টি কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরেছবি: প্রথম আলো

বাড়ির পেছনে বিশাল গরুর খামার। সঙ্গে লাগোয়া গোবরের স্তূপ। গোবর আর খামার ঘেঁষেই মিষ্টিজাত পণ্য তৈরির কারখানা। নেই কোনো বেড়া বা ঢাকনার ব্যবস্থা। মশা, মাছি ও পোকামাকড় ভন ভন করছে। কারখানাটির কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্রও নেই। প্রায় দুই বছর ধরে চলা কারখানাটিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়রামপুর ঘোষপাড়া এলাকার ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারিতে’ এই অভিযান চালায় কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় জেলা স্বাস্থ্য পরিদর্শক ইয়াসিন আরাফাত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কারখানার ব্যবস্থাপক সুশান্ত রায় বলেন, ‘কোনো লাইসেন্স ছাড়াই প্রায় দুই বছর ধরে চলছে কারখানাটি। আমাদের ভুল হয়েছে। খুব দ্রুতই সংশোধন করা হবে।’

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, ‘যেন গরুর খামারেই তৈরি হচ্ছে মিষ্টিজাত পণ্য। এখানে পশুপাখির অবাধ বিচরণ। কোনো বৈধতা নেই। সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশোধনের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। কিছু মিষ্টিজাত পণ্য ধ্বংস করা হয়েছে। আইন অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে শুধু জরিমানা করায় অখুশি স্থানীয় লোকজন। তাঁদের দাবি দ্রুত অবৈধ কারখানাটি বন্ধ করা দরকার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত কারখানাটি বন্ধ করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।