তালতলীর সৈকতে ভেসে এল ইরাবতী প্রজাতির মৃত ডলফিন

বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া চরে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে আসে
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্রসৈকতসংলগ্ন নলবুনিয়া চরে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বৃহস্পতিবার ডলফিনটি ভেসে আসতে দেখে তাঁরা বন বিভাগকে খবর দেয়।

শুভসন্ধ্যা বিট কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত ডলফিনটির দৈর্ঘ্য ছয় ফুট। ডলফিনটির মুখে ও গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিট কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, একটি মৃত ডলফিন নলবুনিয়া লঞ্চঘাট এলাকায় ভেসে এসেছে। কার্যালয়ের কর্মকর্তারা সেখানে আছেন। মৃত ডলফিনের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার বলেন, মৃত ডলফিনটি উদ্ধার করে বন বিভাগ মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নিয়েছে। গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন মৃত ডলফিনটি দেখতে পান। পরে তাঁদের মাধ্যমে খবর পেয়ে শুভসন্ধ্যা বিটের কর্মকর্তারা মৃত ডলফিনটিকে উদ্ধার করেন। পরে এটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মারা যাওয়া ডলফিনটি ইরাবতী প্রজাতির। এটি কেন মারা গেছে, তা বলা যাচ্ছে না।

আরও পড়ুন