ইভিএমে সময় পেছানো ছিল, কুমিল্লার লালমাইয়ে ১০ মিনিট দেরিতে ভোট শুরু

জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। ছবিটি কুমিল্লার বরুড়া উপজেলা কার্যালয় থেকে তোলা
ছবি: প্রথম আলো

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডে লালমাই উপজেলায় ১০ মিনিট দেরিতে ভোট গ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সময় নির্ধারণ করা থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোনায়েদ কবির খান।

কুমিল্লায় আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রিসাইডিং কর্মকর্তা জোনায়েদ কবির খান বলেন, এই উপজেলায় মোট ভোটার ১১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ এবং নারী ভোটার ২৮ জন। দেরিতে ভোট গ্রহণ শুরু হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এখানে দুটি ইভিএমের মাধ্যমে দুটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন থেকে ইভিএমে ভোট গ্রহণ শুরুর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। যে কারণে আমরা চাইলেও ৯টায় ভোট গ্রহণ শুরু করতে পারিনি। এর মধ্যে একটি ইভিএমে ৬ মিনিট ৬ সেকেন্ড এবং আরেকটি ইভিএমে ৬ মিনিট ১০ সেকেন্ড সময় পেছানো ছিল। তবে সময়টি ভোট গ্রহণের শেষ সময়ে বাড়তি হিসেবে পাবেন ভোটাররা।’

সকাল ৯টায় সরেজমিন ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের চারতলার একটি কক্ষে ভোট গ্রহণ শুরু হয়েছে। পরিষদের মূল গেটে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁরা ভোটারদের যাচাই করে ভেতরে ঢুকতে দিচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে লালমাই উপজেলার সদস্যপদে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন ঘুড়ি প্রতীকের মো. বিল্লাল হোসেন, টিউবওয়েল প্রতীকের আমির হোসেন এবং তালা প্রতীকের আমির হোসেন।