নারায়ণগঞ্জে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির প্রচারপত্র বিতরণ

৮ মে অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

৮ মে অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে কর্মিসম্মেলন আয়োজন ও প্রচারপত্র বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। আজ শুক্রবার বিকেলে মদনপুর বাসস্ট্যান্ডে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মিসম্মেলনের আয়োজন করা হয়। পরে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও সদস্যসচিব আবু আল ইউসুফ নেতা-কর্মীদের নিয়ে মদনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় বন্দর উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণ করেন।

দলীয় কর্মীদের প্রতি বিএনপির নেতারা বলেন, গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও বিএনপি বর্জনের ঘোষণা দিয়েছে। এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত। যদি কেউ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রচারণা ও ভোটকেন্দ্রে যান, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় কোনো প্রার্থী নেই। যাঁরা বিএনপির নাম ভাঙিয়ে এই নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাঁরা আওয়ামী লীগের দালাল। তাঁদেরকে আর সুযোগ দেবেন না।

বন্দর উপজেলার সাধারণ জনগণের উদ্দেশে বিএনপি নেতারা বলেন, ৭ জানুয়ারির ‘ডামি’ নির্বাচনের মতো ৮ মে এই সরকারের পাতানো আরও একটি প্রহসনের নির্বাচনেও ভোটকেন্দ্রে যাবেন না। সাধারণ জনগণ ও ভোটারদের কেন্দ্রে যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করতে নেতা-কর্মীদের দিকনির্দেশনাও দেন তাঁরা।

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদের সঞ্চালনায় কর্মিসম্মেলন ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফসহ পাঁচটি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।