দোহারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুট
ঢাকার দোহারে ভোররাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। লোকজনকে জিম্মি করে ডাকাতেরা ৩৩ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পরিবারের। আজ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পশ্চিম সুতারপাড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বাড়ির লোকজন ও পুলিশ সূত্র জানায়, আজ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দোহারের পশ্চিম সুতারপাড়া এলাকার ব্যবসায়ী মো. শাহজাহানের বাড়িতে সাত থেকে আটজনের ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা বাড়ির নিচতলার বারান্দার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাত দলের সদস্যরা মো. শাহজাহানের গলায় ছুরি ধরে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাঁর স্ত্রী আকলিমা আক্তারের গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে দিতে বলে। তিনি সব স্বর্ণালংকার খুলে দিলে এক পর্যায়ে ঘরের সবার হাত বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারিতে থাকা স্বর্ণালংকার ও টাকা লুটে নেয়। ডাকাতেরা বাড়ির দ্বিতীয় তলায় তাঁর মেয়ে নুসরাত জাহান ও তাসনিম জাহানের কক্ষসহ তিনটি ঘরে তল্লাশি চালিয়ে আসবাব ভেঙে ৩৩ ভরি স্বর্ণালংকার ও আনুমানিক দুই লাখ টাকা নিয়ে যায়।
বাড়ির মালিক জয়পাড়া বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান আল–জাহান ট্রাভেলস ও আল–জাহান মোটরসের মালিক মো. শাহজাহান বলেন, ডাকাতেরা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা খুলে নেয়। দলটির কাউকে চিনতে পেরে নাম প্রকাশ করলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও এলাকাবাসী ওই বাড়িতে ছুটে যান। পুলিশ বিভিন্ন আলামত জব্দ করেছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘সংবাদ পেয়ে পরিদর্শক (তদন্ত) মো. নূরনবীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। আজ বেলা তিনটা পর্যন্ত দোহার থানায় এ বিষয়ে মো. শাহজাহান কোনো অভিযোগ করেননি। তবে বাদী আসবেন বলে শুনেছি।’