জাহাঙ্গীরনগরে তিন ভবনের ফটকের তালায় ‘গ্লু’ ছাত্রদলের, ভাঙল ছাত্রলীগ

‘সুপার গ্লু’ লাগানো তালা ভাঙছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। রোববার সকাল সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ভবনে
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা টানা দুই দিনের অবরোধের প্রথম দিনে আজ রোববার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনের প্রধান ফটকের তালায় ‘সুপার গ্লু’ লাগিয়েছে ছাত্রদল। আজ সকাল সাতটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘সুপার গ্লু’ লাগান। পরে সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হল ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব তালা ভেঙে ফেলেন।

তালায় সুপার গ্লু লাগানো ভবন তিনটি হলো বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ভবন।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে আজ সকাল সাতটার দিকে তিনটি ভবনের প্রধান ফটকের তালায় সুপার গ্লু লাগানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মাজহারুল আমিন তমাল, মিজানুর রহমান, সালমান আহম্মেদ, মেহেদী হাসানসহ আরও সাত থেকে আটজন নেতা-কর্মী। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে তালাগুলো ভাঙেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা জহির উদ্দিন মোহাম্মদ বলেন, ‘আমরা বর্তমানে ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মী প্রতিজ্ঞাবদ্ধ।’

ছাত্রলীগের যেসব নেতা-কর্মীরা তালা ভেঙেছেন, তাঁদের মধ্যে একজন ছাত্রলীগ কর্মী সোহেল রানা। তিনি বলেন, ‘আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালাগুলো ভেঙে ফেলেছি। ছাত্রদলের সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পড়াশোনার পরিবেশ নষ্ট করতে চায়। তারা যেন এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে না পারে, এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তৎপর রয়েছে।’