নোয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর একটি বাস সড়কের পাশে খালে পড়ে যায়। বুধবার সকালে জয়াগ ইউনিয়নে
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল-সোনাইমুড়ী সড়কের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলেন পল্লিচিকিৎসক লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তাঁর ছেলে প্রান্ত দেবনাথ (১০)। তাঁদের বাড়ি উপজেলার ভাটপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লিটন তাঁর দুই ছেলে প্রতাপ ও প্রান্তকে নিয়ে সকালে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দেন। মোটরসাইকেলটি উপজেলার জুনুদপুর বাজার এলাকায় পৌঁছালে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের খালে পড়ে যায়।

এতে লিটন ও তাঁর দুই ছেলে আহত হয়। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তাঁর ছোট ছেলে প্রান্তকে মৃত ঘোষণা করেন। বাস পানিতে পড়ে তিন যাত্রী আহত হয়েছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পল্লিচিকিৎসকের বড় ছেলে প্রতাপ (১৩) গুরুতর আহত। বাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। পরবর্তী সময়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।