মে দিবসে খোলা রাখায় সিলেটে কয়েকটি রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের অভিযোগ

সিলেট জেলার মানচিত্র

মহান মে দিবসে রেস্তোরাঁ খোলা রাখায় সিলেট নগরে কয়েকটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সিলেট নগরের কাজিটুলা ও সোবহানীঘাট এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় হোটেল রেস্তোরাঁ মালিকদের সূত্রে জানা গেছে, মে দিবসে নগরের অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ ছিল। তবে নগরের কাজিটুলার ক্বারী ইন রেস্টুরেন্ট, সোবহানীঘাট এলাকার তাজ রেস্টুরেন্ট, ইলিয়াস রেস্টুরেন্টসহ কয়েকটি খোলা রাখা হয়েছিল। সকালের দিকে কয়েকজন যুবক মে দিবসে ওই সব রেস্তোরাঁ খোলা কেন জানতে চেয়ে হামলার ঘটনা ঘটিয়েছেন।

এ ব্যাপারে রেস্টুরেন্ট মালিকদের সংগঠন সিলেট ক্যাটারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত দেব বলেন, মে দিবসে নগরের অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ রয়েছে। তবে কিছু রেস্তোরাঁর মালিকেরা গতকাল রোববার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সে সময় আলোচনা করে খোলা রাখার কথা জানিয়েছিলেন। প্রশাসন থেকে সে বিষয়ে সম্মতি ছিল। সিলেট পর্যটননগরী হিসেবে বন্ধের দিনে রেস্তোরাঁগুলো খোলা রাখা হয়েছিল। কিন্তু সকালের দিকে সোবহানীঘাট এলাকায় কয়েকটি রেস্তোরাঁয় দুর্বৃত্তরা হামলা করেছে।

শান্ত দেব বলেন, ‘শ্রমিকেরা এমন হামলা করতে পারেন না। কারণ, শ্রমিকেরা যে রেস্তোরাঁয় কাজ করেন, সেখানে হামলা চালাতে পারেন না। হামলাকারীদের দুর্বৃত্ত বলা যায়। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে রেস্তোরাঁ মালিকদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব।’

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ‘কয়েকটি রেস্তোরাঁয় হামলার বিষয়টি খবর পেয়েছি। আমরা খোঁজখবর নিচ্ছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।’