ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, সহ–উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন।
আজ শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন পদত্যাগী সহ–উপাচার্য মাহবুবুর রহমান। তিনি বলেন, একই সঙ্গে উপাচার্য ও কোষাধ্যক্ষও পদত্যাগ করেছেন। তাঁরা তিনজনই গত বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে উপাচার্য ও কোষাধ্যক্ষের মুঠোফোনে গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিকবার ফোন দিলেও তাঁরা ফোন ধরেননি। এ জন্য তাঁদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই তিন শীর্ষ কর্মকর্তা ই–মেইলের মাধ্যমে শিক্ষাসচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পত্রে তাঁরা ‘ব্যক্তিগত’ কারণ উল্লেখ করেছেন। বৃহস্পতিবার বিকেল থেকে বিষয়টি ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মীরা তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাচ্ছিলেন না। তবে শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এই তিনজনের সঙ্গে যোগাযোগ করা হলে শুধু সহ–উপাচার্য মাহবুবুর ফোন ধরেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। যেভাবে করতে হয় সেভাবেই করা হয়েছে। বাকি দুজনই একইভাবে করেছেন।’
এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পদত্যাগী উপাচার্যের গাড়িচালক ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের বলেন, ‘ভিসি স্যার আমাকে বললেন, ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি আর ক্যাম্পাসে ফিরব না।’ তাই আমি স্যারকে খুলনায় রেখে ক্যাম্পাসে চলে এসেছি।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ আবদুস সালাম। ২০২১ সালের জুনে বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সহ–উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের মাহবুবুর রহমান। অন্যদিকে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অর্থনীতি বিভাগের অধ্যাপক আলমগীর হোসেন ভুঁইয়া। সরকারের পতনের কারণে তাঁরা পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ধরনের অনিশ্চয়তায় থাকতে চাননি বিধায় পদত্যাগ করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।