পঞ্চগড়ে নিখোঁজের চার দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক যুবকের লাশ চার দিন পর নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের হোসেনের ঘাট এলাকায় বুড়িতিস্তা নদীতে লাশটি পাওয়া যায়। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম আবু কালাম (৪৫)। তিনি উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ-তেলিপাড়া এলাকার বাসিন্দা। গত শনিবার দিবাগত রাতে চিলাহাটি ইউনিয়নের শেখবাধা ফুলবাড়ী এলাকায় বুড়িতিস্তা নদীর স্লুইসগেটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। স্বজনদের ধারণা, টানা কয়েক দিনের বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় স্লুইসগেটের প্রবল স্রোতে ভেসে গিয়েছিলেন তিনি।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু কালাম মাঝেমধ্যে শেখবাধা ফুলবাড়ী এলাকায় তাঁর দ্বিতীয় স্ত্রীর বাড়িতে থাকতেন। ভ্যান চালানো, নদীতে পাথর তোলার পাশাপাশি মাঝেমধ্যে মাছ ধরতেন তিনি। শনিবার রাতে কালাম শেখবাধা ফুলবাড়ী এলাকায় বুড়িতিস্তা নদীর স্লুইসগেটে হ্যাঙ্গা জাল দিয়ে মাছ ধরতে যান। জাল পেতে একটি দোকানের কাছে বসে ছিলেন তিনি। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জাল দেখতে যান। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ওই দিন ভোরে স্বজনেরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। কিন্তু নদীতে পানি বেশি হওয়ায় রংপুর থেকে ডুবুরি দল আনা হয়। চার সদস্যের ডুবুরি দল দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে চলে যায়। গতকাল বুধবার রাত ১০টার দিকে শেখবাধা ফুলবাড়ী স্লুইসগেট থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে হোসেনের ঘাট এলাকায় বুড়িতিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন ব্যক্তি একটি লাশ ভাসতে দেখেন। কালামের স্বজনেরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করে পুলিশকে খবর দেন। পরে পুলিশে এসে তাঁর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আবু কালামের ছেলে (দ্বিতীয় স্ত্রীর আগের স্বামীর ছেলে) রাকিব ইসলাম বলেন, শনিবার রাতে স্লুইসগেটে মাছ ধরতে গিয়ে বাবা নিখোঁজ হন। কয়েক দিনের বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় সেখানে অনেক স্রোত ছিল। তিনি কোনোভাবে সেখানে পড়ে গিয়ে হয়তো পানিতে ভেসে গেছেন। কয়েক দিন অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। এখন নদীর পানি কমে গেছে। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হোসেনের ঘাটে তাঁর লাশ পাওয়া গেছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, নিখোঁজ ব্যক্তির লাশ নদী থেকে উদ্ধারের পর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।