কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে পেটালেন ইউপি সদস্য

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার মেঘনা উপজেলার এক যুবককে হাত-পা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে বেদম পেটানোর ঘটনা ঘটেছে। এ–সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামের মনিমির্জার বাড়িতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ।

মারধরের শিকার যুবকের নাম রাসেল মিয়া (৩২)। তিনি কুমিল্লার হোমনা উপজেলার চম্পকনগর গ্রামের বাসিন্দা। ভিডিওতে মারধর করতে দেখা গেছে বড়কান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলম মিয়াকে। ঘটনার পর থেকেই আলম মিয়া পলাতক।

ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য আলম মিয়া ঝুলন্ত রাসেল মিয়াকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। আর যুবক চিৎকার করতে করতে বারবার তাঁকে নামানোর কথা বলছিলেন।

এ বিষয়ে কথা বলতে ইউপি সদস্য আলম মিয়ার মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। ওই এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনে এলাকায় ১৬টি নলকূপ চুরি হয়েছে। গতকাল হাতেনাতে একজনকে ধরার পর ক্ষুব্ধ এলাকাবাসী ইউপি সদস্য আলম মিয়াকে অবহিত করেন। তখন আলম মিয়া এসে ওই যুবককে বেদম প্রহার করেন।

মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন, ‘চুরির অভিযোগে ইউপি সদস্য একজনকে সর্বোচ্চ চড়থাপ্পড় দিতে পারেন। কিন্তু হাত-পা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে এভাবে বেদম প্রহার করতে পারেন না। পুলিশসহ আমরা তাঁকে বিভিন্ন জায়গায় খুঁজছি। তাঁকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’

মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, উদ্ধার যুবক রাসেল মিয়াকে থানা হেফাজতে রাখা হয়েছে। ইউপি সদস্য আলম পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুটি পৃথক মামলার প্রস্তুতি চলছে।