‘স্মোকি’ নামের পারসিয়ান বিড়ালটির বয়স ১৩ মাস ৮ দিন
ছবি: সংগৃহীত

অসুস্থ পোষা চারটি বিড়াল নিয়ে প্রাণীদের চিকিৎসাকেন্দ্রে এসেছিলেন নুসরাত নাওরিন। ফেরার পথে হারিয়ে যায় ‘স্মোকি’ নামের বিড়ালটি। এর পর থেকে হন্যে হয়ে বিড়ালটি খোঁজা শুরু করেন নুসরাত ও তাঁর বন্ধুরা। রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় লাগানো হয় হাজারখানেক পোস্টার। ফেসবুকেও ঘোষণা দেওয়া হয় সন্ধানদাতাকে পুরস্কৃত করার।

দুই দিনের মাথায় গতকাল শনিবার রাতে ‘স্মোকি’ নামে পারসিয়ান (ইরান) বিড়ালটিকে খুঁজে পেয়েছেন নুসরাত। তিনি সন্ধানদাতাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কারও দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাতের বাড়ি রাজশাহী নগরের বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকায়। বিড়ালপ্রেমী নুসরাতের আরও ছয়টি বিড়াল রয়েছে।

স্মোকির সন্ধান পেতে ছাপানো পোস্টার
ছবি: সংগৃহীত

নুসরাত বলেন, গত শুক্রবার স্মোকি অসুস্থ হয়ে পড়ে। তারপর দুটি ঝুড়িতে চারটি বিড়াল নিয়ে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায় বিড়ালের চিকিৎসাকেন্দ্র ‘কিটিক্যাট রাজশাহী’তে আসেন। চিকিৎসা নিয়ে ফেরার পথে একটি ঝুড়ি থেকে স্মোকি হারিয়ে যায়। বাড়িতে ফেরার পথে বন্ধুদের বিড়ালগুলো দেখানোর সময় দেখেন, স্মোকি নেই। এর পর থেকে নানা জায়গায় খুঁজেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, তাঁর বন্ধুরা লিখেছেন। পরে এক হাজার পোস্টার ছাপানো হয় এবং সেগুলো বিভিন্ন এলাকায় সাঁটানো হয়।

নুসরাত বলেন, পোস্টার ছাপানোর পর বিভিন্ন মানুষ ফোন দিয়েছেন। কেউ কেউ ভুল বিড়াল দেখে ফোন দিয়েছেন। গিয়ে দেখেছেন অন্য বিড়াল। কেউ কেউ বারবার পুরস্কারের বিষয়টি নিশ্চিত হয়েছেন। পরে গতকাল রাত সাড়ে ১০টার দিকে একজন ফোন দিয়ে বিড়ালটি পাওয়ার কথা জানান। বর্ণনা অনুযায়ী তিনি বুঝতে পারেন, সেটি তাঁর বিড়াল হতে পারে। পরে তাঁকে ধন্যবাদ জানিয়ে বিড়ালটি নিয়ে নেন। পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা হাতে তুলে দেন।

আরও পড়ুন

হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কারের ঘোষণা

বিড়ালের সন্ধানদাতা আবির হোসেন বলেন, বিড়ালটি তাঁর কনস্ট্রাকশন এলাকায় এসেছিল। তিনি বুঝতে পেরেছিলেন, এটি কারও শখের বিড়াল। তাই তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন, যাতে কেউ সন্ধান করলে দিতে পারেন। তিনি বিড়ালটি ফিরিয়ে দিতে পেরে খুশি হয়েছেন। আর বিড়ালের মালিকও খুব খুশি হয়েছেন।

পারসিয়ান প্রজাতির বিড়ালটি মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে উল্লেখ করে কিটিক্যাট কেয়ার অ্যান্ড কিউরের পরিচালক প্রসেনজিত কুমার বলেন, বিড়ালটি ব্যাপক পরিশ্রম নিয়ে খুঁজেছেন মালিক। অনেক বড় বড় পোস্টার করেছেন। বিড়ালটি বিদেশি হওয়ায় হয়তো পাওয়া গেল।