২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

উল্লাপাড়ায় শিক্ষক পেটানোর অভিযোগে বিএনপি নেতাকে সাময়িক অব্যাহতি

সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি পাওয়া আবদুল লতিফছবি: সংগৃহীত

কলেজশিক্ষককে মারধর করার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে উপজেলার ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ করা এক শিক্ষককে আবদুল লতিফ মারধর করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে গত ৯ সেপ্টেম্বর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।  

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, ‘আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর কারণ দর্শাতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে আপনি জবাব দিলেও সেটি সন্তোষজনক না হওয়ায় আপনাকে সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, আবদুল লতিফের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিনি যে জবাব দিয়েছেন, সন্তোষজনক না হওয়ায় তাঁকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।